গেটাফের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ এপ্রিল ২০১৯
গেটাফের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

ছবি : গেটি ইমেজ

মৌসুম জুড়েই বারবার হোঁচট খাচ্ছে রিয়াল মাদ্রিদ। আবারও হোঁচট খেল জিনেদিন জিদানের দল। গেটাফের সাথে গোল শূন্য ড্র করেছে তারা। এ ড্রয়ে রিয়াল কোন পয়েন্ট না খোয়ালেও গেটাফে ওঠে এসেছে চতুর্থ স্থানে।

লা লিগায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গেটাফের মাঠে গোলশূন্য ভাবেই শেষ করে দুই দল। অবশ্য গত আগস্টে নিজেদের মাঠে গেতাফকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল রিয়াল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় রিয়াল। করিম বেনজেমা সেই সুযোগ হারায়। ইসকোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

প্রথমার্ধে দুই দলকেই পরিকল্পনাহীন খেলতে থাকে। তবে কোন দলই গোলের দেখা পায়নি। ৪০তম মিনিটে আরও একবার গোলের সুযোগ হারান বেনজেমা।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা বেশ গুছিয়ে ওঠে। একাধিকবার গোলের চেষ্টাও করে। তবে রিয়াল গোলরক্ষকের দারুণ নৈপুণ্যে বেঁচে যায় দল।

৩৪ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার কাছে পৌঁছে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৮০। ৯ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের ফলে চতুর্থ স্থানে ওঠে এসেছে গেতাফ, তাদের পয়েন্ট ৫৫।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার জয়, শিরোপার দ্বারপ্রান্তে

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার জয়, শিরোপার দ্বারপ্রান্তে

খেলা শুরুর ৭.৬৯ সেকেন্ডেই গোল!

খেলা শুরুর ৭.৬৯ সেকেন্ডেই গোল!

যুক্তরাষ্ট্র সফরে যাবে লিভারপুল

যুক্তরাষ্ট্র সফরে যাবে লিভারপুল

ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি

ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি