ফিরতি পর্বেও নিজ নিজ ম্যাচে জিতে ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠেছে আর্সেনাল ও চেলসি।
নাপোলির মাঠে ১-০ গোলে জিতে দুই লেগ মিলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল আর্সেনাল। বৃহস্পতিবার রাতের অন্য ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেক রিপাবলিকের দল স্লাভিয়া প্রাগকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে এগিয়ে শেষ চারে ওঠে চেলসি।
ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় প্রথম লেগে ২-০ গোলে জেতা আর্সেনাল। প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের উপর দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত।
ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের দল ভালেন্সিয়ার মুখোমুখি আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ভালেন্সিয়া।
ঘরের মাঠে প্রথম ১৭ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় প্রথম লেগে মার্কোস আলোনসোর একমাত্র গোলে জেতা চেলসি।
পঞ্চম মিনিটে পেদ্রোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার চার মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন স্লাভিয়ার ডিফেন্ডার সিমোন ডেলি। আর ১৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।
২৫তম মিনিটে হেডে ব্যবধান কমান চেক রিপাবলিকের মিডফিল্ডার তমাস সুচেক। তবে দুই মিনিট পরেই পেদ্রো কাছ থেকে লক্ষ্যভেদ করলে আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে পেতর শেভচিক স্কোরলাইন ৪-২ করেন। তিন মিনিট পর এই চেক মিডফিল্ডার ব্যবধান আরও কমালে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগে। শেষ পর্যন্ত অবশ্য স্বাগতিকদের জয়ের পথে বাধা হতে পারেনি স্লাভিয়া প্রাগ।
ফাইনালে ওঠার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বেনফিকার বিপক্ষে তাদের দুই লেগ মিলিয়ে লড়াইয়ের স্কোরলাইন ৪-৪ হলে অ্যাওয়ে গোলের সুবাদে সেমি-ফাইনালে ওঠে জার্মানির ক্লাবটি