বসুন্ধরা কিংসের টানা ষষ্ঠ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
বসুন্ধরা কিংসের টানা ষষ্ঠ জয়

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে লিগের নবাগত দলটি।

একই দিনে আরেক নবাগত দল নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে পয়েন্ট ড্র করেছে ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩-০ গোলে জিতে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

প্রতিপক্ষকে শুরু থেকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল চট্টগ্রাম আবাহনী। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর থেকে কিরগিজস্তানের ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেকভের কোনাকুনি শটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বসুন্ধরা কিংস। ৭৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কোস্টারিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরা।

আর ৮৫তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা লক্ষ্যভেদ করলে চট্টগ্রামের দলটির লিগে চতুর্থ হার নিশ্চিত হয়ে যায়। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।

একই দিনে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ জামালকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় নোফেল স্পোর্টিং। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট শেখ জামালের। ৯ পয়েন্ট নোফেল স্পোর্টিংয়ের।



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ

কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ

কলকাতাকে হারিয়ে শোধ নিল হায়দরাবাদ

কলকাতাকে হারিয়ে শোধ নিল হায়দরাবাদ

আয়াক্সের কাছে হেরে রোনালদোদের বিদায়

আয়াক্সের কাছে হেরে রোনালদোদের বিদায়

ম্যানসিটিকে বিদায় করে সেমিফাইনালে টটেনহাম

ম্যানসিটিকে বিদায় করে সেমিফাইনালে টটেনহাম