২০২৩ সালের কাতার ফুটবল বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। বুধবার (১৭ এপ্রিল) সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে এ প্রতিপক্ষ নির্ধারণ করা হয়।
বিশ্বকাপের বাছাই পর্বে খেলার জন্য লটারি মাধ্যমে ফিফা র্যাংকিংয়ে এশিয়ার নিচের দিকে ১২ দেশের ভাগ্য নির্ধারণ করা হয়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওঠে লাওসের নাম।
লটারিতে বাংলাদেশ ও লাওস ছাড়াও মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, ভুটান, মঙ্গোলিয়া, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারণ করা হয়। ‘এ’ ও ‘বি’ পটে দেশের নাম রেখে লটারি করা হয়।
পট ‘এ’ তে ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। আর পট ‘বি’ তে ছিল বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাদের মধ্য থেকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে লাওস এর নাম ওঠে।
চলতি বছরের জুনের ১ তারিখ অনুষ্ঠিত হবে বাছাইপর্বের প্রথম লেগ এবং ১১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় লেগ। এদিকে ফিফার সর্বশেষ র্যাংকিং ঠিক করা হয় কাতার বিশ্বকাপের বাছাইয়ের বাংলাদেশকে প্রথম পর্বই খেলতে হবে। সর্বশেষ র্যাংকিংয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪১। আর নিচের ১২ দেশের মধ্যে ৭ নম্বরে।
বাছাই পর্বের প্রথমে লেগের জয়ী দল পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। প্রথম পর্ব থেকে ৬ দেশ যোগ দেবে দ্বিতীয় রাউন্ডে। যেখানে এশিয়ার প্রথম ৩৪ সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে।
উল্লেখ্য, লওসের সাথে বাংলাদেশ সর্বশেষ ফুটবল খেলেছে ২০১৮ সালের মার্চে। লাওসের সাথে ওই আন্তর্জাতিক ম্যাচে ড্র করে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে এগিয়ে দলটি প্রথমে ২ গোলে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে লাল-সবুজ জার্সিধারীরা। এবার সেই লওসকেই বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে লটারির ফল
লাওস বনাম বাংলাদেশ
মঙ্গোলিয়া বনাম ব্রুনেই
ম্যাকাও বনাম শ্রীলঙ্কা
মালয়েশিয়া বনাম তিমুর
কম্বোডিয়া বনাম পাকিস্তান
ভুটান বনাম গুয়াম।