ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নাকে আঘাত পাওয়া লিওনেল মেসি পুরোপুরি সেরে উঠেছেন। মাঝে এক ম্যাচে বিশ্রামের পর ইংলিশ ক্লাবটির বিপক্ষে ফিরতি দেখায় আর্জেন্টাইন তারকা খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার ১-০ গোলে জেতা ম্যাচের ৩১তম মিনিটে ডিফেন্ডার স্মলিংয়ের চ্যালেঞ্জে মেসির নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে পুরো ম্যাচেই অবশ্য খেলেন তিনি।
পরে গত শনিবার লা লিগায় ওয়েস্কার বিপক্ষে ম্যাচে মেসিসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দেন কোচ। পয়েন্ট তালিকার তলানির দলটির মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে বার্সেলোনা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠে শেষ আটের ফিরতি পর্বে ইউনাইটেডের মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদে জানান, “ওই আঘাত পাওয়ার পর মেসি ভালো আছে এবং আগামীকালকের (মঙ্গলবার) ম্যাচে খেলতে তার কোনো সমস্যা নেই।”