ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পল পগবার জোড়া গোলে মধুর প্রতিশোধ নিয়েছে উলে গুনার সুলশারের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকালে ২-১ গোলে জিতে স্বাগতিকরা। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
ম্যাচের নবম মিনিটেই ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন ফেলিপে আন্দেরসন। তবে অফসাইডের বাঁশি বেজে ওঠে। এর ১০ মিনিট পর ফরাসি মিডফিল্ডার পগবার সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। হুয়ান মাতা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইউনাইটেড। গোলরক্ষক দাভিদ দে হেয়ার ভুলে বল পেয়ে আক্রমণে ওঠে ওয়েস্ট হ্যাম। বাঁ দিক থেকে মানুয়েল লানসিনির দূরের পোস্টে বাড়ানো ক্রসে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন। দে হেয়া ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি।
৭৬তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে মিখাইল আন্টোনিওর বুলেট গতির শট ক্রসবারে লাগে। দুই মিনিট পর এই ইংলিশ মিডফিল্ডারের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান দে হেয়া।
৮০তম মিনিটে পগবার আরেকটি স্পট কিকে আবারও এগিয়ে যায় প্রতিযোগিতার সফলতম দলটি। পাল্টা আক্রমণে একা ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এবারের লিগে পগবার মোট গোল হলো ১৩টি। এর মধ্যে সাতটি পেনাল্টি থেকে।
৩৩ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১ পয়েন্ট কম নিয়ে আছে ছয় নম্বরে।
শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ২ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
দিনের অন্য ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মউরার হ্যাটট্রিকে হাডার্সফিল্ড টাউনকে ৪-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে চেলসি।