হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ এএম, ১৩ এপ্রিল ২০১৯
হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে মেসি

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে লিগ ম্যাচে অধিনায়ককে বিশ্রামে রাখলেন কোচ আর্নেস্টো ভালভার্দে। হুয়েস্কার বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে।

মৌসুমের সম্ভাব্য সবকটি শিরোপা জেতার এখনও ভালো সম্ভাবনাই আছে বার্সার। লিগে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করেছে কাতালানরা। টেবিলের একবারে তলানিতে থাকা হুয়েস্কা ম্যাচে মেসির বিশ্রাম তাই খুব একটা সমস্যায় ফেলার কথা নয় দলটিকে। বাংলাদেশ সময় শনিবার রাত ৮.১৫ মিনিটে হুয়েস্কার মাঠে নামবে মেসিহীন বার্সা।

এরপর মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে নামবে বার্সা। গত সপ্তাহে রেড ডেভিলদের মাঠ থেকে প্রথম লেগে ১-০তে জিতে এসেছে মেসিদের দল।

অবশ্য মেসির খানিকটা চোটজনিত সমস্যাও আছে। ম্যানইউ ম্যাচে রক্তাক্ত হয়েছেন বার্সা অধিনায়ক। ক্রিস স্মলিংয়ের হঠাত তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে তার। ভাঙা নাক নিয়ে লা লিগায় দলের সেরা তারকাকে না খেলানোর পক্ষেই ছিলেন ভালভার্দে।

বলেছিলেন হুয়েস্কার বিপক্ষে ঝুঁকি নিতে চাইছেন না প্রাণভোমড়াকে নিয়ে। আবার প্রয়োজনে মেসিকে দ্বিতীয়ার্ধেও নামানোর কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাড়তি সতর্কতায় মুখে মুখোশ পরে হলও!

সেটির আর দরকার হচ্ছে না। মেসিকে স্কোয়াডের বাইরেই রাখলেন বার্সা কোচ। সার্জিও বুসকেটসকেও বিশ্রাম দিয়েছেন তিনি। ইভান রাকিটিচ হুয়েস্কার বিপক্ষে খেলতে পারবেন না জ্বরের কারণে। সার্জিও রবের্তোরও চোট আছে, বাঁ-পায়ে। কার্ডজনিত নিষেধাজ্ঞায় লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকের মতো ভরসাকে এই ম্যাচে পাবে না বার্সেলোনা।

হুয়েস্কার বিপক্ষে তাই রিজার্ভ বেঞ্চের এক দলই নামাতে হচ্ছে বার্সা কোচকে। এর সুবিধাও আছে, ম্যানইউর বিপক্ষে দলের বেশিরভাগ সদস্যকে একেবারে তরতাজা অবস্থায় পাবেন ভালভার্দে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ইউরোপা লিগের শেষ আটে চেলসি-আর্সেনালের জয়

ইউরোপা লিগের শেষ আটে চেলসি-আর্সেনালের জয়

গালির শাস্তিতে ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

গালির শাস্তিতে ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা