এক নজরে বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ০৮ জানুয়ারি ২০১৮
এক নজরে বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার রেকর্ড

ফিলিপ কুতিনহোর সাথে ১৬০ মিলিয়ন ইউরোর চুক্তি করে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে তৃতীয় সর্বোচ্চ চুক্তির রেকর্ড গড়েছে। এ রেকর্ডের তালিকায় প্রথমে রয়েছেন বার্সা থেকে পিএসজিতে নেইমার।

চলুন দেখে নেয়া যাক বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার রেকর্ডের তালিকা :
১. নেইমার, বার্সোলোনা থেকে পিএসজি, ২০১৭, ২০০.৬ মিলিয় পাউন্ড (২২২ মিলিয়ন ইউরো)
২. কাইলিয়ান এমবাপ্পে, মোনাকো থেকে পিএসজি, ১৬০ মিলিয়ন পাউন্ড (১৮০ মিলিয়ন ইউরো)
৩. ফিলিপ কুতিনহো, লিভারপুল থেকে বার্সেলোনা, ২০১৮, ১০৬.৪ মিলিয়ন পাউন্ড (১২০ মিলিয়ন ইউরো+৪০ মিলিয়ন বোনাস)
৪. ওসমানে ডেম্বেলে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনা, ২০১৭, ৯৬.৮ মিলিয়ন পাউন্ড (১০৫ মিলিয়ন ইউরো+৪২ মিলিয়ন বোনাস)
৫. পল পগবা, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০১৬, ৮৯ মিলিয়ন পাউন্ড (১০৫ মিলিয়ন ইউরো+৫ মিলিয়ন বোনাস)

৬. গ্যারেথ বেল, টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদ, ২০১৩, ৮৫.৩ মিলিয়ন পাউন্ড (১০১ মিলিয়ন ইউরো)
৭. ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, ২০০৯, ৮০ মিলিয়ন পাউন্ড (৯৪ মিলিয়ন ইউরো)
৮. গঞ্জালো হিগুয়েইন, নাপোলি থেকে জুভেন্টাস, ২০১৬, ৭৫.৩ মিলিয়ন পাউন্ড, ৯০ মিলিয়ন ইউরো
৯. রোমেলু লুকাকু, এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০১৭, ৭৫ মিলিয়ন পাউন্ড, ৮৪ মিলিয়ন ইউরো
১০. ভারজিল ফন ডিক, সাউদাম্পটন থেকে লিভারপুল, ২০১৮, ৭৫ মিলিয়ন পাউন্ড (৮৪ মিলিয়ন ইউরো)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সায় যুক্ত হলেন আরেক ব্রাজিলিয়ান

বার্সায় যুক্ত হলেন আরেক ব্রাজিলিয়ান

হিউজেসকে বরখাস্ত করলো স্টোক

হিউজেসকে বরখাস্ত করলো স্টোক

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

তিন ম্যাচ নিষেদ্ধ আর্সেনালের কোচ

তিন ম্যাচ নিষেদ্ধ আর্সেনালের কোচ