ট্রাম্পের সমালোচনা করায় ম্যারাডোনার জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০১৯
ট্রাম্পের সমালোচনা করায় ম্যারাডোনার জরিমানা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয় উৎসর্গ করায় জরিমানা গুনতে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনাকে। সোমবার মেক্সিকোর ফুটবল ফেডারেশন এ খবর নিশ্চিত করেছে।

গত মাসে তাম্পিকো মাদেরার বিপক্ষে ৩-২ গোলে জেতে ম্যারাডোনার দল দোরাদেস দি সিনালোয়া। ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘এই জয় আমরা নিকোলাস মাদুরোকে উৎসর্গ করতে চাই। মার্কিনিরা হলো বিশ্বের সবচেয়ে বড় আইন প্রণেতা এবং তারা মনে করে, তারা আমাদের ধ্বংস করবে কারণ তাদের আছে বিশ্বের সবচেয়ে বড় বোমা।’

ট্রাম্পকে উদ্দেশ্য করে দোরাদেস কোচ ক্ষোভ প্রকাশ করেন, ‘তাদের অত্যাচারী প্রেসিডেন্ট আমাদের কিনতে পারবে না।’ মার্কিন প্রেসিডেন্টকে পুতুল হিসেবে উল্লেখ করেন তিনি।

এমন মন্তব্যের পরই মেক্সিকান ফুটবল ফেডারেশন তদন্ত কমিটি গঠন করে। মেক্সিকান ফুটবলের নীতিমালা অনুযায়ী কোনও কোচের রাজনৈতিক মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। প্রায় এক সপ্তাহের তদন্ত শেষে ম্যারাডোনাকে জরিমানা করা হয়েছে। তবে কী পরিমাণ অর্থ দিতে হবে সেটা প্রকাশ করেনি দেশটির ফুটবল ফেডারেশন।



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপার আরও কাছে বার্সেলোনা

শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্ট্রাসবুর্গের সাথে ড্রয়ে অপেক্ষা বাড়লো পিএসজির

স্ট্রাসবুর্গের সাথে ড্রয়ে অপেক্ষা বাড়লো পিএসজির

চট্টগ্রাম আবাহনীকে হারালো আবাহনী

চট্টগ্রাম আবাহনীকে হারালো আবাহনী

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?