পছাট দল কভেন্ট্রির কাছে এফএ কাপের তৃতীয় রাউন্ডে হতাশাজনক পরাজয়ের ঘন্টাখানেক পরেই দীর্ঘদিনের ম্যানেজার মার্ক হিউজেসকে বরখাস্ত করেছে স্টোক সিটি। চতুর্থ টায়ারের দল কভেন্ট্রির কাছে ২-১ গোলে পরাজয়ে হিউজেসের বিদায় অনেকটা অনুমেয়ই ছিল। ইতোমধ্যেই প্রিমিয়ার লীগে রেলিগেশন জোনে থাকা স্টোক সিটির সামনে কোচকে বরখাস্ত করাটা সময়ে ব্যপার ছিল।
ক্লাবের টুইটার এ্যাকাউন্টে পদয়া এক বিবৃতিতে কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে স্টোক সিটি। বিবৃতিতে অবশ্য গত চার বছরে মার্কের অবদান স্বীকার করে তাকে ধন্যবাদ জানানো হয়। গত তিনটি মৌসুমে নবম স্থানে থেকে প্রিমিয়ার লীগ শেষ করাটা স্টোকের জন্য অন্যতম সফল ফলাফল ছিল। ক্লাবের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে। একইসাথে দ্রুত নতুন ম্যানেজার নিয়োগের বিষয়েও ইঙ্গিত দেয়া হয়েছে।
২০১৩ সালে টনি পুলিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন হিউজেস। গতকাল ছিল স্টোকের হয়ে তার ২০০তম ম্যাচ।