দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৬ এপ্রিল ২০১৯
দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

ছবি : গোলডটকম

শুরুতে গোল খেয়ে হারের শঙ্কা, তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। প্রথমে দারুণ এক গোলে এগিয়ে দেন মোহামেদ সালাহ। একটু পর জর্ডান হেন্ডারসনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের মাঠে ৩-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে উঠেছে লিভারপুল। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।

খেলতে নেমে শুরুতেই গোল খেয়ে বসে লিভারপুল। সতীর্থের ফ্লিকে বাড়ানো বল ছোট ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন শেন লং। রিপাবলিক অব আয়ারল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

৩৬তম মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় লিভারপুল। ডান দিকের বাইলাইন থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন নাবি কেইতা।

খেলার শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে অতিথিরা। সেই মোতাবেক ৮০তম মিনিটে দেখা পায় গোলের। প্রতি-আক্রমণে হেন্ডারসনের বাড়ানো বলে দ্রুত ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন সালাহ।
লিগে ছয় ম্যাচ পর জালের দেখা পেলেন মিশরের এই ফরোয়ার্ড। চলতি লিগে ১৮ গোল নিয়ে গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

ছয় মিনিট পর আরেকটি প্রতি-আক্রমণে জয় নিশ্চিত করেন হেন্ডারসন। ডান পায়ের শটে স্কোরলাইন ৩-১ করেন ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসন।

৩৩ ম্যাচে টানা চতুর্থ ও সব মিলিয়ে ২৫তম জয় পেল লিভারপুল। একই সঙ্গে ৮২ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে ফিরলো ক্লাবটি।আর ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই এক ম্যাচ কম খেলা আর্সেনাল। ৩২ ম্যাচ খেলা চেলসির পয়েন্টও আর্সেনালের সমান ৬৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে আছে মাওরিসিও সাররির দল। ২ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের কোচ হতে চান জিদানের কোচ

ভারতের কোচ হতে চান জিদানের কোচ

খেলোয়াড়দের চোখের পানি মুছে দিলেন প্রধানমন্ত্রী

খেলোয়াড়দের চোখের পানি মুছে দিলেন প্রধানমন্ত্রী

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

এশিয়ায় ফুটবল লিগ আয়োজন করতে চায় চীন

এশিয়ায় ফুটবল লিগ আয়োজন করতে চায় চীন