র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়েও ঝুঁকিমুক্ত হতে পারেনি লাল-সবুজের দেশ। ফুটবলের কাতার বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বই খেলবে বাংলাদেশ। ১৭ এপ্রিলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের। কারণ ওই দিন লটারির মাধ্যমে নির্ধারণ হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলেও কোন ছয় দেশের একটিকে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে তা অবশ্য জানা হয়ে গেছে। আগের র‌্যাংকিংয়ে এশিয়াতে বাংলাদেশ ছিল ৪২। সর্বশেষ র‌্যাংকিংয়ে ৪১। যার অর্থ নিচের ১২ দেশের মধ্যে ৭ নম্বরে।

প্রথম ছয়ে থাকা মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়ার যে কোন একটি হবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ।

এশিয়ার নিচের ১২ দেশকে দুই পাত্রে রাখা হবে। পাত্র ‘এ’ তে থাকবে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। আর পাত্র ‘বি’ তে বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

লটারির মধ্যে দুই গ্রুপ থেকে দুটি দেশের নাম ওঠানো হবে। জয়ী দল পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। প্রথম পর্ব থেকে ছয় দেশ যোগ দেবে দ্বিতীয় রাউন্ডে। যেখানে এশিয়ার প্রথম ৩৪ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেট, বঙ্গমাতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেট, বঙ্গমাতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

খেলোয়াড়দের চোখের পানি মুছে দিলেন প্রধানমন্ত্রী

খেলোয়াড়দের চোখের পানি মুছে দিলেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে