নঁতেকে হারিয়ে টানা পঞ্চমবার ফরাসি কাপ ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই। গত চারবারের চ্যাম্পিয়নরা আগামী ২৭ এপ্রিল পঞ্চম শিরোপার লক্ষ্যে রেনের মুখোমুখি হবে।
বুধবার ৩-০ গোলের সেমিফাইনাল জয়ে লিঁলের টানা সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড স্পর্শ করেছে পিএসজি। ১৯৪৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত টানা পাঁচ ফাইনাল খেলেছিল লিঁল।
সেমিফাইনালে পিএসজি প্রথম গোলের দেখা পায় ২৯ মিনিটে। ক্লাব জার্সিতে ১৭ মাসে প্রথম গোল পান মার্কো ভেরাত্তি। গত সপ্তাহে ইতালির হয়ে গোল করেন তিনি।
এরপর কাইলিয়ান এমবাপের পেনাল্টি থেকে গোল করেন। ইনজুরি সময়ে তৃতীয় গোল করেন দানি আলভেস।
অবশ্য আগেও একবার পেনাল্টি থেকে শট নেন এমবাপে। কিন্তু তার প্রথম শট বাতিল করেন রেফারি, তবে আবার নেওয়া শটে ফরাসি ফরোয়ার্ডকে রুখে দেন নঁতে গোলরক্ষক কিপরিয়ান তাতারুসানু। দ্বিতীয়ার্ধে আরেকটি পেনাল্টি পান এমবাপে। এবার তার জোরালো শট ঠেকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক।
৭১ মিনিটে খলিফা কোলিবালি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয় নঁতে। একজন কম নিয়ে খেলে কোনও ধরনের ভীতি তৈরি করতে পারেনি তারা পিএসজির রক্ষণে।