লা লিগায় দুর্দান্ত পারফর্মেন্সে আছেন মেসি। এম্পানিওলের বিপক্ষে জোড়া গোল করে মাইলফলক অর্জনের পাশাপাশি সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে গোল পান আর্জেন্টাইন এ তারকা। তাই ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন তিনি।
ইউরোপের শীর্ষ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। আর মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন পিএসজির তরুণ তারকা কাইলিয়ান এমবাপে। চলতি মৌসুমে মেসির গোল ৩২টি, এমবাপের গোল ২৭টি। মেসির পয়েন্ট ৬৪ আর এমবাপের ৫৪ (গোল প্রতি ২ পয়েন্ট)।
এই তালিকায় তিনে আছেন ২১ গোল করে ৪২ পয়েন্ট পাওয়া সাম্পোদোরিয়ার ফ্যাবিও কোয়াগলিয়ারেলা। এসি মিলানের পিয়েতাক ২০ গোল করে অর্জন করেছেন ৪০ পয়েন্ট। পাঁচে থাকা আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরো ১৯ গোল করে সংগ্রহ করেছেন ৩৮ পয়েন্ট।
১৯ গোলে ৩৮ পয়েন্ট পেয়েছেন আটলান্টার দুভান জাপাতা, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানোডফস্কি আর জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯ গোলে ৩৮ পয়েন্ট আছে বার্সার উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের। ১৮ গোল করে ৩৬ পয়েন্ট অর্জন করা পেপে আছেন দশ নম্বরে।
দলের হয়ে নয় শুধু লা লিগায় অসংখ্য রেকর্ড গড়ে ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন বার্সেলোনার প্রাণভ্রমরা মেসি।