ছিলেন কেইলর নাভাস ও থিবো কুর্তুয়ার মতো বিশ্বমানের দুই গোলরক্ষক। গেল ম্যাচে দুজনের কাউকেই মনে ধরেনি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। মাঠে নামান নিজ ছেলে লুকা জিদানকে।
লা লিগার সেই মাচে নাটকীয় জয়ও পান লস ব্লাঙ্কোরা। নবাগত হুয়েস্কাকে ৩-২ গোলে হারান তারা। তবু সমালোচিত হচ্ছেন জিদান।
সমালোচকরা বলছেন, নিজের ছেলে বলেই নাভাস-কুর্তুয়াকে বসিয়ে লুকাকে খেলিয়েছেন তিনি। এমন নয় যে সে ভীষণ অভিজ্ঞ। তার বয়স মাত্র ২০। সেখানে বিশ্বকাপ খেলা দুই জিনিয়াস গোলরক্ষককে বসিয়ে তাকে কীভাবে খেলান রিয়াল কোচ?
দ্বিতীয় দফায় গুরুর আসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন জিদান। মনে মনে নানা পরিকল্পনা আঁটছেন তিনি। শোনা যাচ্ছে, রিয়ালের গোলপোস্টের নিচে ছেলের জায়গা পাকাপোক্ত করতে কুর্তুয়া ও নাভাসের মধ্যে একজনকে বিক্রি করে দেয়া ফন্দি আঁটছেন ফরাসি কিংবদন্তি।
তবে সমালোচনাতে কিছু যায় আসে না জিদানের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যোগ্যতা দিয়েই দলে জায়গা পেয়েছে লুকা। তার ছেলে বলে যদি সমালোচনা হয় তা কানে তুলতে নারাজ রিয়াল কোচ।
জিদান বলেন, যোগ্যতা আছে বলেই রিয়ালে স্থান পেয়েছে লুকা। সে ছয় বছর বয়স থেকে এ ক্লাবের একাডেমিতে আছে। ক্লাবের সঙ্গে যুক্ত প্রায় ১৬ বছর। এর পরও কেউ যদি বলে, ও আমার ছেলে বলে ওকে সুযোগ দিচ্ছি, তা হলে বলব তা ভুল। আমার কাছে এ ধরনের কথা একেবারে গুরুত্বহীন।