তিনে ওঠার সুযোগ হাতছাড়া ম্যানইউর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
তিনে ওঠার সুযোগ হাতছাড়া ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে ওঠার সুযোগ হাতছাড়া করলো ম্যানচেস্টার ইউনাইটেড। উলভসের বিপক্ষে এগিয়ে গিয়েও তারা হেরেছে ২-১ গোলে।

১৩ মিনিটে ম্যাক টোমিনেইর লো ক্রসে এগিয়ে শুরু ম্যানইউর। কিন্তু স্বাগতিকরা গোল শোধ দিয়ে দেয় ১২ মিনিটে। রাউল জিমিনিসের পাস থেকে জালে কাঁপান ডিয়েগো জোতা।

ম্যানইউর বাজে সময় আরও ঘনিয়ে আসে যখন তাদের অধিনায়ক অ্যাশলে ইয়াং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৫৭ মিনিটে।

পরের গোলটি উলভস পায় ম্যানইউর নিজেদের ভুলে! গোলপিকার দে গিয়া বল আয়ত্ত্বে আনতে পারেননি। ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের গায়ে লেগেই বলে চলে যায় নিজেদের জালে।

এই হার অবশ্য কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব পাওয়ার পর উলা গুনার সুলশারের প্রথম হার।

হারের ফলে পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ। চতুর্থ স্থানে থাকা টটেনহামের সঙ্গে পয়েন্ট ব্যবধানও সমান। ৩২ ম্যাচ খেলা ম্যানইউর সংগ্রহ ৬১ পয়েন্ট আর ৩১ ম্যাচ খেলা টটেনহামের সংগ্রহও ৬১। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৬৩।



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি

শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটির ভালো খেলার ‘রহস্য’ বলে দিলেন কোচ

ম্যানসিটির ভালো খেলার ‘রহস্য’ বলে দিলেন কোচ

এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ

এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ