মেসির গোলে রক্ষা পেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ০৩ এপ্রিল ২০১৯
মেসির গোলে রক্ষা পেল বার্সেলোনা

ভিয়ারিয়ালের বিপক্ষে অল্পের জন্য হার থেকে রক্ষা পেল বার্সেলোনা। শেষ তিন মিনিটের মধ্যে দুই গোল করে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ৪-৪ গোলে ম্যাচ ড্র করে এক পয়েন্ট আদায় করে নেন। অবশ্য এই দুটি গোলের আগেই ভিয়ারিয়াল দশজনের পরিণত হয়েছিল। কারণ খেলার চার মিনিট বাকি থাকতেই আলভারো গঞ্জালেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

ড্র সত্ত্বেও ৩০ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহতই আছে বার্সার। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এখনো তাদের পয়েন্ট ব্যবধান ৮। অ্যাটলেটিকো মাদ্রিদ একইদিনে জিরোনার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে। তবে রেলিগেশনের শঙ্কায় থাকা ভিয়ারিয়ালের কাছে এমন ধাক্কা শেষ বেলায় বার্সার জন্য কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

খেলায় অবশ্য শুরুতে দুই গোলে এগিয়ে যায় বার্সাই। ১৬ মিনিটের মধ্যে ম্যালকম ও কুটিনহো গোল করে বার্সাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। ২৩ মিনিটে চুকুয়েজের গোলে ব্যবধান ২-১ করতে সক্ষম হয় ভিয়ারিয়াল। ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়ালের পক্ষে ৫০ মিনিটে টোকো একাম্বি, ৬২ মিনিটে ইবোরা ও ৮০ মিনিটে বাকা টানা তিন গোল করেন। এতে ৪-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

তবে এর ৬ মিনিট পর গঞ্জালেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে ঘুরে দাঁড়ায় বার্সা। খেলার শেষ মিনিটে বদলি হিসেবে নামা মেসি ও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনেট সুয়ারেজ গোল করেন। এতে ৪-৪ গোলের সমতা নিয়ে খেলা শেষ করতে সক্ষম হয় বার্সা।



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি

শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটির ভালো খেলার ‘রহস্য’ বলে দিলেন কোচ

ম্যানসিটির ভালো খেলার ‘রহস্য’ বলে দিলেন কোচ

এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ

এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ