ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৬ জানুয়ারি ২০১৮
ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন আবাহনী

ফাইল ফটো

শেখ জামালকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আবাহনী। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ট্রফিটিও ঘরে তুললো ধানমন্ডির এ ক্লাবটি।

নাইজেরিয়ান সানডে ও এমেকার মতো প্রতিষ্ঠিত স্ট্রাইকার যখন শেখ জামালের গোলমুখ খুলতে ব্যর্থ তখন নাসির উদ্দিন চৌধুরী আবাহনীকে এগিয়ে দেন প্রথমার্ধেই। চলমান লিগে এর আগে করেছেন ৫টি গোল। ম্যাচে নাসিরের বিশ্বস্ত মাথা আকাশী-হলুদদের নতুন উচ্চতায় ওঠতে রাখলো অনন্য অবদান। এটি প্রিমিয়ার লিগে আবহানীর ষষ্ঠ শিরোপা। অন্যদিকে বাঁচা-মরার ম্যাচে হেরে গিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ হলো শেখ জামালের।

ম্যাচে আবাহনীর প্রথম গোলটি আসে ২৩ মিনিটে। ডান প্রান্ত থেকে সোহেল রানার ক্রস বক্সে উড়ে এলে প্রথম পোস্টের পাশে দাঁড়িয়ে মাথার সংযোগ ঘটান নাসির উদ্দিন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আবহানী।

বিরতির পর আবাহনীর ডাগআউট যখন ১-০ গোলের জয়ের উচ্ছ্বাসের প্রস্তুতি নিচ্ছিল তখন ব্যবধান দ্বিগুণ করেন সানডে। বাড়িয়ে দেয়া সময়ের শেষ মিনিটে (৯৫ মিনিট) গোল করেন এ নাইজেরিয়ান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। তৃতীয় আসরে শেখ জামাল চ্যাম্পিয়ন হয় অভিষেকেই। পরের মৌসুমে আবাহনী ট্রফি উদ্ধার করলেও ষষ্ঠ, সপ্তম, অষ্টম আসরে থাকতে হয়েছে শিরোপার বাইরে। নবম আসরে চ্যাম্পিয়ন হয়ে তারা আবারও শিরোপার স্বাদ পেল।

আবাহনীর সামনে এখন আরেকটি হ্যাটট্রিক শিরোপার হাতছানি। হাতছানি মৌসুমে ট্রেবল জয়েরও। এ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা স্বাধীনতা কাপ। যেখানে আবাহনী তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

এ সাফল্য বাংলাদেশের জন্য বিশাল অর্জন

এ সাফল্য বাংলাদেশের জন্য বিশাল অর্জন

উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্সেনাল-চেলসির ড্র

উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্সেনাল-চেলসির ড্র