ফুটবল জাদুকর লিওনেল মেসি জোড়া গোলে ইস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল এরনেস্তো ভালভার্দের দল।
ম্যাচের ৭১ মিনিটের ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার প্রায় শেষ পর্যায়ে ৮৯ মিনিটের আরও একটি গোল করেন এ ফুটবল যাদুকর। ডিসেম্বরে দলটির মাঠে ৪-০ গোলে জিতেছিল এরনেস্তো ভালভেরদের দল।
শনিবার ম্যাচের শুরু থেকেই একচেটিয়াভাবে বল দখলে রাখে বার্সেলোনা। তবে কোনভাবেই গোলের দেখা পাচ্ছিল না। খেলার ২১ মিনিটের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মেসিরা, তবে ইভান রাকিতিচের জোরালো শট গোল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এর ৮ মিনিট পর ২৯তম মিনিটে মেসির ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক। এছাড়া বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোলের দেখা পেতে যাচ্ছিলেন মালকম। ৬২তম মিনিটে মেসির পাস থেকে কোনাকুনি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক দিয়েগো লোপেস।
খেলার ৭১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করলেই ফ্রি-কিকটি পায় বার্সা। চলতি লিগে এই নিয়ে মেসি সরাসরি ফ্রি-কিক থেকে পাঁচটি গোল করলেন।
এরপর খেলার প্রায় শেষ দিকে ৮৯তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝমাঠের আগে থেকে ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচের লম্বা করে বাড়ানো থ্রু বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। প্রথম ছোঁয়ায় নিচু শটে বল গোল পোস্টে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসির এটি ৩১তম গোল। ২৯ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৯। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। এছাড়া তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।