বয়সের কারণে আটকে গেলো বাংলাদেশি চার ফুটবলারের ব্রাজিলে বছরব্যাপী প্রশিক্ষণ। মূলত ফিফার আইনে ১৮ বছরের কম খেলোয়াড় বিদেশি প্রশিক্ষণ নেওয়া বিষয়ে কড়াকড়ি থাকায় তাদের ব্রাজিলে যাওয়া হচ্ছে না।
গত বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) থেকে বাছাই করা ফুটবলাদের ট্রায়ালের মাধ্যমে যে চারজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে তারা হলেন- রাজশাহীর জগেন লাকরা, রংপুরের লতিফুর রহমান নাহিদ, নাজমুল আকন্দ ও কুড়িগ্রামের ওমর ফারুক মিঠু।
১৮ বছরের কম বয়সী কোনো ফুটবলারকে অন্য দেশের কোনো একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর বিষয়ে কঠোর বিধি নিষেধ আছে ফিফার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে চার ফুটবলারকে ব্রাজিল পাঠানোর জন্য নির্বাচিত করেছে, তাদের সবার বয়স ১৭ বছরেরও নিচে।
ফিফার কঠোর আইনে আটকে গেলো বাংলাদেশের চার কিশোর ফুটবলারের ব্রাজিলে বছরব্যাপী প্রশিক্ষণ। বাংলাদেশের এই চার ফুটবলারের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের ব্রাজিলে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ নেয়া হচ্ছে না।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখন তাদের তিন-চার সপ্তাহের জন্য পেলে-নেইমারদের দেশে পাঠানোর চেষ্টা করছে। তাও কবে নাগাদ পাঠানো সম্ভব হবে তা নিশ্চিত নয়। এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা চুক্তির পর তাদের ব্রাজিল যাওয়ার দিনক্ষণ ঠিক হবে।
এ নিয়ে বুধবার সচিবালয়ে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিরা। সেখানেই আলোচনা হয়েছে নতুন করে চুক্তির মাধ্যমে বাংলাদেশের ফুটবলে ব্রাজিলের সহায়তার বিষয়টি।