প্রথমবারের মতো চীনে অফিস খুলেছে জার্মান ফুটবল লিগের নিয়ন্ত্রক সংস্থা (ডিএফএল) বুন্দেসলিগা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেইজিংয়ে তাদের নতুন প্রতিনিধি অফিস খোলা হয়েছে। চীনে সমর্থক ও অংশীদারদের সঙ্গে জার্মান লিগের যোগাযোগ বাড়ানোর জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী এপ্রিলে এই অফিসের মাধ্যমে প্রথম চারদিনের একটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ‘বুন্দেসলিগা লিজেন্ড ট্যুর’ শিরোনামে এ সময় চারদিনের জন্য বেইজিং সফরে যাবেন সাবেক জার্মান তারকা ও বায়ার্ন মিউনিখের কোচ জার্গেন ক্লিন্সম্যান।
ডিএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট ক্লেইন বলেছেন, ‘এটি আমাদের জন্য বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করছি এর মাধ্যমে চীনে আমাদের সমর্থকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।’
এটি হচ্ছে এশিয়ায় বুন্দেসলিগার দ্বিতীয় অফিস। ২০১২ সাল থেকে সিঙ্গাপুরে অফিস খুলে এশিয়ায় প্রতিনিধিত্ব করছে তারা। গত অক্টোবরে নিউইয়র্কেও অনুরূপ একটি অফিস চালু করেছে জার্মান লিগ কর্তৃপক্ষ। ইতোমধ্যে চীনে অফিস স্থাপন করেছে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং শালকে।