ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ মার্চ ২০১৯
ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার

ফাইল ছবি

ফুটবল আইকন পেলে, জিকো, রোমারিও, রোনালদিনহো এবং রোনালদোর মতো মহাতারকাদের পাশাপাশি নেইমারও ব্রাজিলের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন তার পিতা সিনিয়র নেইমার। এখনো পায়ের ইনজুরিতে পড়ে সাইডলাইনে বসে আছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ব্রাজিল সুপারস্টার।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে নেইমারের ভুমিকার সমালোচনা করেছিলেন পেলে। কিন্তু এই তারকা স্ট্রাইকার তারকা দ্যুতি দিয়ে দলকে তিনবার বিশ্বকাপ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। নিজেও ব্রাজিলের রেকর্ড গোলদাতার আসনে বসেছিলেন।

নেইমারের পিতা বার বার বলে আসছেন যে নেইমারকে ফুটবল মাঠে নিয়মিত বাজে ব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে। অধিকাংশ সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের শিকারে পরিণত হতে হয় তাকে। নেইমার মাঠে সঠিক ভূমিকা রাখছেন না বলে অভিযোগের জবাবে সিনিয়র নেইমার বলেন, 'আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তার ছেলে। তারা তাকে অনুসরণ করবে।'

তিনি বলেন, 'প্রত্যাঘাতের কারণে নেইমার তার মধ্যে থাকা মেধার বিকাশ ঘটাতে পারছে না। সে কোনভাবেই পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারছে না। যে কারণে গণমাধ্যমের প্রত্যাশা তিনি পূরণ করতে পাছন না। নেইমার নেইমারই। তার সঙ্গে কারো তুলনা হয় না। তিনি পেলের মতই অনেক খেলোয়াড়ের অনুপ্রেরণা। যেমনটি ছিলেন জিকো, রোমারিও, রোনালদিনহো ও রোনালদো। তারা যেভাবে অনুপ্রাণিত করত, তেমনি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করছে নেইমার।'

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল

মেসিকে ছাড়াই জয় পেল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই জয় পেল আর্জেন্টিনা

পিছিয়ে পড়েও জেসুসের জোড়া গোলে ব্রাজিলের জয়

পিছিয়ে পড়েও জেসুসের জোড়া গোলে ব্রাজিলের জয়

মাল্টাকে হারিয়ে স্পেনের টানা দ্বিতীয় জয়

মাল্টাকে হারিয়ে স্পেনের টানা দ্বিতীয় জয়