প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করলেন আলভারো মোরাতা। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের নৈপুণ্যে মাল্টাকে হারিয়ে ইউরোর বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।
মাল্টার মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে স্পেন। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বাছাই শুরু করা দলটি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের গোলের অপেক্ষা শেষ হয় ৩১তম মিনিটে। মারিও হেরমেসোর লম্বা করে বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মোরাতা।
৬০তম মার্কোস আসেনসিও এবং এর দুই মিনিট পর সের্হিও রবের্তো ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হন। পরে ৭৩তম মিনিটে হেসুস নাভাসের দারুণ ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা।
মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে-সুইডেনের লড়াই রোমাঞ্চকরভাবে ৩-৩ ড্র হয়েছে। নরওয়ের মাঠে হারতে বসা সুইডেন শেষ দিকে দুই গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। ৯০তম মিনিটে নরওয়েকে সমতার স্বস্তি এনে দেন ওলা কামারা।
সুইডেনের কাছে হেরে আসা রোমানিয়া ৪-১ গোলে ফারো আইল্যান্ডসকে হারিয়ে বাছাইয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে।