মেসিকে ছাড়াই জয় পেল আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৭ মার্চ ২০১৯
মেসিকে ছাড়াই জয় পেল আর্জেন্টিনা

দেশের জার্সি গায়ে দলে ফিরলেও ইনজুরিতে আক্রান্ত হয়ে আবারও চলে গেছেন একাদশের বাইরে। তবে ফুটবল যাদুকর নিওনেল মেসিকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

তানজিয়ারে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। খেলার প্রায় শেষের দিকে ৮৩তম মিনিটে একমাত্র গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড কোররেয়া।

গত ম্যাচে ভেনিজুয়েলার সঙ্গে হারের পর সারা বিশ্বের আর্জেন্টাইন ভক্তরা যে হতাশায় ভুগছিলেন তার সান্ত্বনার জন্য এ জয়টি খুবই প্রয়োজন ছিল।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৮৩ মিনিটের গোলে জয়ের উল্লাস করেন ভক্তরা।

তবে এ ম্যাচে দুর্দান্ত খেলেছে মরক্কো। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তারা আর্জেন্টিনাকে ব্যস্ত রেখেছে। দুর্বল শটগুলোর কারণে বল জালে জড়াতে পারেনি।মুহুর্মুহু আক্রমণে মরক্কোর খেলোয়াড়দের পায়েই বেশিরভাগ সময় বল থেকেছে। ৫৭ ভাগ নিয়ন্ত্রণ ছিল মরক্কোর খেলোয়াড়দের আর ৪৩ ভাগ নিয়ন্ত্রণে ছিল ম্যারাডোনার উত্তরসূরীদের পায়ে।

৮৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাতিয়াস সুয়ারেসের ছোট পাস ধরে বেশ খানিকটা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি নামা কোররেয়া। বাকিটা সময় আর্জেন্টিনার রক্ষণে প্রচণ্ড চাপ দিলেও গালের দেখা পায়নি মরক্কো।



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি

মেসির ‘আচরণে’ ক্ষুব্ধ মরক্কো

মেসির ‘আচরণে’ ক্ষুব্ধ মরক্কো

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল