এক ম্যাচ ড্র করাতেই চাপে ব্রাজিল কোচ তিতে! র্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার সঙ্গে জিততে না পারাতেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। যদিও নিন্দুকদের জবাব দেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়িই। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১-৪৫ মিনিটে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
কোপা আমেরিকার আগমুহূর্তে পানামার বিপক্ষে ড্র করাটা ব্রাজিলের জন্য অনেক বড় ধাক্কা হয়ে এসেছে। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল হারের পর টানা জয়ের মধ্যে ছিল সেলেসাওরা। দুর্দান্ত গতিতে ছুটে চলা ব্রাজিল ট্রেন লাইনচ্যুত হয়েছে পানামার বিপক্ষে। পোর্তোর মাঠে ১-১ গোলে ড্র করে পানামার বিপক্ষে প্রথমবার জয় ছাড়া মাঠ ছাড়তে হয় তাদের।
র্যাংকিংয়ে ৭২ নম্বরে থাকা পানামার বিপক্ষে ড্র করায় কঠিন সমালোচনার মুখে পড়েছেন তিতে। সেটার জবাব দিতে মঙ্গলবার রাতে তিনি দলকে নিয়ে নেমে পড়ছেন চেক প্রজাতন্ত্রের মাঠে। প্রাগের এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
মাঠের লড়াইয়ের আগে সমালোচকদের তিতে বলেছেন, ‘তাদের (সমালোচকদের) ফু্টবল সম্পর্কে ধারণা, দৃষ্টিভঙ্গি, চাহিদা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক এবং এর মধ্যে থেকেই কিভাবে চলতে হয়, সেটা আমাদের জানা আছে।’ কতটা চাপে আছেন ব্রাজিল কোচ, সংবাদ সম্মেলনে তার এই কথাতে স্পষ্ট হয়ে ধরা দেয়।
অবশ্য তার ওপর থেকে চাপ কমাতে খেলোয়াড়দের মাঠে পারফর্ম করাটা জরুরি, এই কথাটা মোটেও মানেন না তিতে। তার স্পষ্ট কথা, ‘খেলোয়াড়রা মোটেও কোচের জন্য খেলে না, তারা খেলে ব্রাজিল জাতীয় দলের জন্য, তারা ব্রাজিলের জন্য খেলে।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন, ‘আমাদের সবার আগে ভুল শুধরাতে হবে। ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। (আশা করছি) সামনের ম্যাচেই সেটা হয়ে যাবে।’