স্বাধীনতা দিবসে জয় উপহার দিল ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৯
স্বাধীনতা দিবসে জয় উপহার দিল ফুটবলাররা

ছবি : বাফুফে

বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে দুর্দান্ত খেলেও হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় উপহার দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। স্বাধীনতা দিবসে এ জয়ে যেন আরও রঙিন হলো দেশের লাল-সবুজের পতাকা।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশের জন্য মঙ্গলবার (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠিকতার। তবে মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে ২-০ গোলের উপহার দিল লাল-সবজু জার্সিধারী অলিম্পিক বাংলাদেশ ফুটবল দল।

দেশের হয়ে প্রথম গোলটি করেন বিপলু আহমেদ। ম্যাচের ৫ মিনিট চলাকালে তিনি এ গোল করেন। এছাড়া ম্যাচের ১৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুন করেন টুটুল হোসেন বাদশা।

বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামের গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিরা আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটিয়েছেন। স্বাধীনতা উদযাপনের পাশাপাশি দেখেছে বাংলাদেশের জয়। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়।
Bangladeshi
গত তিন আসরে বাংলাদেশ ১০ ম্যাচ খেললেও কোনো জয়ের দেখা পায়নি। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে গোলশূন্য ড্র’ই ছিল সেরা অর্জন। এবারের আসরে ৩ ম্যাচ খেলে একটি জয় তুলে নিয়েছে। যা দেশের ফুটবলের জন্য নতুন সাফল্য।



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর অভিযোগ

প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর অভিযোগ

ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশের বিদায়

ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশের বিদায়