বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিল হাঙ্গেরি। রোববার বুদাপেস্টে ইউরো ২০২০ বছাইপর্বের গ্রুপ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে বিশ্বকাপের রানার্সআপদের।
গত বৃহস্পতিবার বছাইপর্বে নিজেদের সূচনা ম্যাচেও আজারবাইজানের বিপক্ষে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে ক্রোয়েশিয়াকে। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে হাফ ছেড়ে বাঁচে ক্রোয়েশিয়া।
কিন্তু হাঙ্গেরির রাজধানীতে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে গোল করে বেশ ভালভাবেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। আন্টে রেবিকের গোলে লিড পায় সফরকারী ক্রোয়েশিয়া।
তবে ৩৪ মিনিটে এডাম সাজালাইর গোলে সমতায় ফিরে হাঙ্গেরি। এটি ছিল জাতীয় দলের হয়ে তার পঞ্চম গোল। ৭৬ মিনিটে ৩১ বছর বয়সি পাটকাই’র গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এটি ছিল পাটকাই’র প্রথম আন্তর্জাতিক গোল।