ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ২৪ মার্চ ২০১৯
ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

বাহরাইনের কাছে হারা পর এবার ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। রোবাবার এএফসির যুব ফুটবল টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে ফিলিস্তিনের কাছে হারে বাংলাদেশ।

২২ মিনিটে যে গোলে এগিয়ে যায় ফিলিস্তিন তা ছিল একটি পরিকল্পিত আক্রমণের ফল। এক এক করে ১১টি পাস দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেছেন হানি আবদুল্লাহ। প্রায় ৩৫ গজ দুর থেকে নেয়া তার শট বা দিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক পাপ্পু হোসেন।

প্রথমার্ধে রক্ষণাত্মক খেলা বাংলাদেশ বদলে যায় দ্বিতীয়ার্ধে। রক্ষণ আগলে প্রতিপক্ষের উপর বারবার চড়াও হয়েছে। ৬৪ মিনিটে ডান দিক থেকে সুফিলের নেয়া কর্নার ফিলিস্তিনের এক ডিফেন্ডারের পা হয়ে ডান পাশে গেলে ক্রস নিয়েছিলেন রবিউল। মাসুক মিয়া জনি হেডও নিয়েছিলেন। কিন্তু সে হেড চলে যায় পোস্ট ঘোঁষে বাইরে।

ম্যাচে ফেরার ম্যাচের সহজ সুযোগ ছিল ৭০ মিনিটে। সুফিলের বাড়ানো বল ধরে বক্সে ঢুকেছিলেন মতিন মিয়া। গোলরক্ষক এগিয়ে এলে তাকে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়েছিলেন মতিন। কিন্তু তার বা পায়ের দূর্বল শট পেছন থেকে এসে ক্লিয়ার কারেন ফিলিস্তিনের এক ডিফেন্ডার।

দুই ম্যাচ হেরে অলিম্পিক বাছাইয়ের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। মঙ্গলবার বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে শ্রীলাংকার বিরুদ্ধে।

এর আগে গত শুক্রবার স্বাগতিক বাহরাইনের বিপক্ষেও ০-১ গোলে হারে বাংলাদেশ দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

এএফসিতে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের হার

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল পানামা

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল পানামা

নরওয়েকে হারিয়ে স্পেনের দুর্দান্ত জয়

নরওয়েকে হারিয়ে স্পেনের দুর্দান্ত জয়

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি