দীর্ঘ বিরতি শেষে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি তার। ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।
শুক্রবার রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি। ম্যাচে মাঝে মধ্যে ঝলক দেখালেও দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। তবে ম্যাচ শেষে পেয়েছেন বড় ধাক্কা।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, পুনরায় মাঠের বাইরে ছিটকে গেছেন মেসি। কুচকির ইনজুরিতে পড়েছেন দলের অধিনায়ক। ফলে মরক্কোর বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা হবে না তার।
মেসি ছাড়াও ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বাম ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। ইনজুরিতে আছেন দীর্ঘ আট মাস পর জাতীয় দলে ডাক পাওয়া আরেক মহারথী অ্যাঞ্জেল ডি মারিয়া।