মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ২৩ মার্চ ২০১৯
মেসি ফিরলেও ৩-১ গোলে হারলো আর্জেন্টিনা

জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না লিওনেল মেসির। ২৫৬ দিন পর দলে ফিরে বলের দখল রেখে ম্যাচজুড়ে গোছালো আক্রমণ করেও জয় পায়নি আর্জেন্টিনা। অন্যদিকে লিওনেল স্কালোনির দলের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ডি বক্সে ঝড় তুলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভেনিজুয়েলা।

শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা।

ভেনিজুয়েলার পাল্টা আক্রমণ সামলে নিতে পারেনি আর্জেন্টিনার রক্ষণভাগ। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে আকাশী নীলরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ ভলিতে ভেনিজুয়েলাকে এগিয়ে নেন সালোমোন রনডন। গোললাইন ছেড়ে অনেকটা এগিয়ে আসা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমারির উপর দিয়ে বল জাল খুঁজে নেয়।

গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে জালের দেখা পায়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ পান লাউতারো মার্টিনেস। তার দুটি হেড রুখে দেন গোলরক্ষক ফারিনেজ। মাঝে বেশ কবার পাল্টা আক্রমণে আর্জেন্টিনার রক্ষণে ত্রাস ছড়ায় ভেনিজুয়েলা। এ সময় দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও গোছালো আক্রমণে আর্জেন্টিনার শুরুটা ছিল দারুণ। ৫৯তম মিনিটে ব্যবধান কমান মার্টিনেস। লো সেলসোর বাড়ানো বল ধরে সামনে থাকা কেবল গোলরক্ষককে পরাস্ত করেন লাউতারো মার্টিসেন।

গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠা মেসি বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে ঢেউ তোলেন। প্রতিপক্ষের ডি বক্সে দারুণ খেললেও শেষভাগে এসে পাসিং ফুটবলটা জমিয়ে নিতে পারছিলেন না বার্সেলোনা তারকা। এর সুযোগ নেয় ভেনিজুয়েলা। মুহুর্মুহু পাল্টা আক্রমণে ওঠে আতঙ্ক ছড়ায় তারা।

৭৫তম মিনিটে তারা পেয়ে যায় তৃতীয় গোলের দেখা। জোসেফ মার্টিনেসের পেনাল্টি গোলে বড় পরাজয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলের প্রীতি ম্যাচে নেই নেইমার

ব্রাজিলের প্রীতি ম্যাচে নেই নেইমার

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ

বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ