প্রিমিয়ার ফুটবল লিগের একটি খেলায় ম্যাচ পাতানো অভিযোগ তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ঘটনায় দুই দলের ৬ খেলোয়াড়কে তলব করেছে বাফুফে।
সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আর চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে অষ্টম স্থানে। গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি শেষ হয়েছিলো গোল শূন্য ড্রতে। কিন্তু খেলাটিতে কয়েকট জন খেলোয়াড়ের বিরুদ্ধে বাফুফের সন্দেহ হয়।
এই অবস্থায় পাতানো ফুটবল ম্যাচ সনাক্তকরণ কমিটি দুই দলের ৬ খেলোয়াড়কে আগামী রবিবার উপস্থিত হতে বলেছে। বৃহস্পতিবার হুমায়ুন খালিদের নেতৃত্বে এই কমিটি সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারী সাংবাদকিদের বলেন, ‘কমিটির কাছে মনে হয়েছে ২৩ ফেব্রুয়ারির ম্যাচটি সন্দেহের জন্ম দিয়েছে। তাই তারা তদন্তে নেমেছে।’
চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ বলেছেন, ‘ওই ম্যাচে আমাদের পেনাল্টি দেয়নি রেফারি।এ নিয়ে কম উচ্চবাচ্য করিনি। এরপরেও কেউ যদি বলে আমরা পাতানো ম্যাচ খেলেছি, তা হবে হাস্যকর।’
সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা পাতানো ম্যাচ খেলবো কেন। এতো টাকা দিয়ে দল গড়া হয়েছি কি পাতানো ম্যাচ খেলার জন্য?’