রাশিয়া বিশ্বকাপের পর লিওনেল মেসি এই প্রথম আর্জেন্টিনা দলে ফিরেছেন। তাকে দলে ফেরাতে জোর চেষ্টা চালাতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে। তবে ডি মারিয়া ডাক পাননি সাম্পাওলি পরবর্তী আর্জেন্টিনার দলে। দীর্ঘবিরতীর পরে ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করায় আর্জেন্টিনা দলে ডাক পান পিএসজি তারকা।
কিন্তু ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন তিনি। স্পেনে আগামী ২৩ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ড মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। তার তিনদিন পরে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু বুধবার অনুশীলনের সময় চোটে পড়েন ডি মারিয়া।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দল থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন। ভেনেজুয়েলা কিংবা মরক্কোর বিপক্ষে কোপা আমেরিকার আগে শেষ প্রীতি ম্যাচে তাই খেলা হচ্ছে না তার। আর্জেন্টিনা ফুটবল কনফেডারেশন টুইট করেও বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি মৌসুমে ডি মারিয়া ক্লাবের হয়ে দারণ ফর্মে আছেন। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৪ গোল এবং ১৩ গোলে সহায়তা দিয়েছেন। মার্সেইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুই গোল এবং এক গোলে সহায়তা দেন তিনি। মার্সেইয়ের কোচ তাকে পিএসজির এলিয়েন বলে উল্লেখ করেন।