ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ২০ মার্চ ২০১৯
ভারতের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশীপ থেকে বাংলাদেশের বিদায়

ছবি : বাফুফে

বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের কাছে হেরে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ মহিলা দল। বুধবার ভারতের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

নেপালের বিরাট নগরের শহিদ রঙ্গশালা স্টেডিয়ামে আজ (বুধবার) দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল।

ম্যাচের ১৮, ২২ এবং ৩৭ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ বাকি একটি গোল খেয়েছে অতিরিক্ত সময়ে। তবে বাংলাদেশের পক্ষে ভারতের জালে একটি বলও পাঠাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

ভারতের পক্ষে ১টি করে গোল করেন দালিমা চিবার ও মনীষা। ইন্দুমতি ক্যাথরিসান করেছেন জোড়া গোল। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নেপাল ৪-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

গত বছরের নভেম্বরে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ৭-১ গোলে হেরেছিল। তবে ভারতের সেই দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার বালা দেবী ও কমলা দেবী খেলেননি এই সাফে। ফলে বাংলাদেশের সামনে সুযোগ ছিল তারুণ্যনির্ভর এই ভারতকে চ্যালেঞ্জ জানানো। যদিও তা আর হয়নি।

এদিকে এ জয়ে আগামী ২২ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

আর্জেন্টিনার অনুশীলনে ফিরলেন মেসি

আর্জেন্টিনার অনুশীলনে ফিরলেন মেসি

আল অ্যারাবিয়ার বিপক্ষে বাংলাদেশের যুবাদের ড্র

আল অ্যারাবিয়ার বিপক্ষে বাংলাদেশের যুবাদের ড্র

রেফারির সাথে বিরোধে জড়িয়ে শাস্তি পেলেন এভারটন কোচ

রেফারির সাথে বিরোধে জড়িয়ে শাস্তি পেলেন এভারটন কোচ