প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড ওয়েঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ এএম, ০২ জানুয়ারি ২০১৮
প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড ওয়েঙ্গার

রোববার ওয়েস্ট ব্রুমউইচ আলবিওনের বিপক্ষে ম্যাচে আর্সেনালের কোচ হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লীগে ৮১১তম ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করে তিনি সর্বোচ্চ ম্যাচের রেকর্ড গড়েছেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী ম্যানেজার স্যার এ্যালেক্স ফার্গুসনকে। এটি ছিল ২০১৭ সালে প্রিমিয়ার লীগের শেষ ম্যাচ।

৬৮ বছর বয়সী এই ফেঞ্চম্যান ১৯৯৬ সালে আর্সেনালে যোগ দেন। তার অধীনে প্রথম দশ বছর আর্সেনাল তিনটি লীগ শিরোপা ছাড়াও চারটি এফএ কাপের শিরোপা জয় করে। আর তারপর থেকেই ইংলিশ ফুটবলে শিরোপা অর্জনের দিক থেকে অন্যতম সফল কোচ হিসেবে ওয়েঙ্গারকে বিবেচনা করা শুরু হয়। কিন্তু ধীরে ধীরে তার এই কীর্তি ম্লান হতে থাকে ফার্গুসনের আবির্ভাবে।

ইউনাইটেডের হয়ে ফার্গুসন ও লিভারপুলের বব পেইসলির কাছে নিজের সফলতার অবস্থান হারাতে থাকেন ওয়েঙ্গার। বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে ওয়েঙ্গার কোচ হিসেবে ফার্গুসনের রেকর্ড স্পর্শ করেছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :