অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৯ মার্চ ২০১৯
অশালীন উদযাপন করে শাস্তির মুখে রোনালদো

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোনালদোর বাজে অঙ্গভঙ্গি বিপদে ফেলে দিয়েছে তাকে। বিধিবহির্ভুত অঙ্গভঙ্গির জন্য তাকে অভিযুক্ত করেছে উয়েফা। যার রায় ঘোষণা করা হবে আগামী ২১ মার্চ।

পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে অ্যাতলতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। তার জাদুকরী পারফরম্যান্সে ইতালীয় জায়ান্টরা পরের পর্বে পৌঁছালেও গোলের পর এমন অশোভন অঙ্গভঙ্গি মেনে নেয়নি উয়েফা।

অবশ্য এর শুরুটা করেছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। প্রথম লেগে ২-০ তে জয় পাওয়া ম্যাচে একই রকম সভ্যতার মাত্রা ছাড়ানো অঙ্গভঙ্গি করেছিলেন। যার খেসারত তাকে দিতে হয় ২০ হাজার ইউরো জরিমানা দিয়ে। ভাগ্য ভালো যে তাকে টাচ লাইনে নিষিদ্ধ করেনি উয়েফা। সিমিওনের জবাব দিতেই একই ভঙ্গির পুনরাবৃত্তি করেন রোনালদো।



শেয়ার করুন :