লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে রোববারের রাতের ম্যাচে বার্সা তারকা লুইস সুয়ারেজের ডান পায়ের গোঁড়ালি বেশ বাজেভাবে মচকে গেছে। কাতালান দলটির কোচ আর্নেস্টো ভালভার্দে এ তথ্য নিশ্চিত করেছেন।
আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হ্যাটট্রিকে ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ভালভার্দের শিষ্যরা। তবে ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ ৮৯তম মিনিটে সুয়ারেজকে সরিয়ে মাঠে নামেন ফিলিপ কুটিনহো।
খেলা শেষে ভালভার্দে বলেন, ‘তার (লুইস সুয়ারেজ) পা’টি বাজেভাবে মচকে গেছে। এখন দেখা যাক ডাক্তাররা কী বলেন।’
আন্তর্জাতিক বিরতিতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন সুয়ারেজ। আগামী শুক্রবার চায়না কাপে উজবেকিস্তানের মোকাবেলা করবে তার দেশ উরুগুয়ে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার লিগ ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
দুই তারকার এমন নৈপুণ্যে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সা... @FCBarcelona @fundacionmessi https://t.co/BJNnKPE30o
— Sportsmail24.com (@sportsmail24) March 18, 2019
আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচটি। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার হয়ে মাঠে নামার প্রস্তুতির জন্য চার সপ্তাহেরও কম সময় পাবেন তিনি। কোয়ার্টারে বার্সার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।