নারী ফুটবলারদের নেপালে শুভেচ্ছা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৯
নারী ফুটবলারদের নেপালে শুভেচ্ছা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলতে যাওয়া বাাংলাদেশ নারী ফুটবলকে শুভেচ্ছা জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সোমবার তিনি সাবিনাদের সঙ্গে দেখা করে এ শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার নেপালের বিরাটনগরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। অতীত রেকর্ড বলছে, শক্তিশালী ভারতকে বাংলাদেশের মেয়েরা কখনোই হারাতে পারেনি। মেয়েদের ফুটবলে বাংলাদেশের ইতিহাস বেশি লম্বা নয়। অন্যদিকে ভারতের ইতিহাস অনেক লম্বা ও সমৃদ্ধ। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের ৯ বারের মুখোমুখিতে ৮ বারই জিতেছে ভারত। একটি ম্যাচ ড্র করতে পেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

সেটা সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে। ২০১৬ সাল শিলংয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে ফাইনালে তাদের কাছেই বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন সিরাত জাহান স্বপ্না।

তবে সর্বশেষ সাক্ষাতটি বাংলাদেশের মেয়েদের ছিল তিক্ততায় ভরা। টোকিও অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব হয়েছে গত নভেম্বরে মিয়ানমারে। সেখানে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৭-১ গোলে। ওই ম্যাচটি দুই দেশের মেয়েদের ফুটবলের পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন