ফুটবল যাদুকর মেসির হ্যাটট্রিক ও লুইস সুয়ারেজের এক গোলে রিয়াল বেটিসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রোববার রাতে দুই তারকার এমন নৈপুণ্যে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সা।
গত নভেম্বরে কাম্প নউয়ে ৩-৪ গোলে বেটিসের কাছে হেরেছিল বার্সেলোনা। এবার মধুর প্রতিশোধ নিল এরনেস্তো ভালভেরদের দল। প্রতিপক্ষের মাঠেই বড় ব্যবধানে তুলে নিল জয়।
খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। সমানে সমানে লড়াই করে দু’দল। তবে শেষ মুহূর্তের ফিনিশিংয়ে ব্যর্থতা ভুগছিল বেটিস। অন্যদিকে বার্সেলোনাকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দেন মেসি।
দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক। চলতি আসরে সরাসরি ফ্রি-কিক থেকে এটি তার চতুর্থ গোল। এছাড়া যোগ করা সময়ে ব্যবধান বাড়ান মেসি। নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
খেলার ৬৩তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে ডান পায়ের শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন লুইস সুয়ারেজ। এর ফলে লা লিগায় উরুগুয়ের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১২৮ গোল করা দিয়েগো ফোরলানের পাশে বসেন সুয়ারেস। চলতি আসরে এটি তার ২১তম গোল।
৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেটিস। দারুণ এক শটে গোল করেন তিনি। ৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোল করেন তিনি।
চলতি আসরে মেসির এটি ২৯তম ও সব মিলিয়ে মৌসুমে ৩৯তম গোল এবং স্পেনের শীর্ষ লিগে এটি ৩৩তম আর ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিক।