২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেইবার বেশ সফলতার সাথেই টুর্নামেন্ট শেষ করেছিল ভারত। এবার তারই ধারাবাহিকতায় ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ।
শুক্রবার ভারতকে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে ফিফা। মিয়ামিতে ফিফার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাউন্সিলের সদস্যরা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাকে একটা রূপ দিতে ভোট দেন।
২০২০ সালের অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী ফিফা বিশ্বকাপে ভিডিও রেফারির ব্যবস্থা রাখা হয়েছে। ফিফার কাউন্সিলরদের ওই সভায় এ বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দেশটির দাবি ২০১৭ সালের বিশ্বকাপ (অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ) আয়োজনের পর খুশি হয়েছিল ফিফা। জেভিয়ার সেপ্পি যিনি পুরুষদের টুর্নামেন্টের ডিরেক্টর ছিল তিনিও ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে ওই বিশ্বকাপে ভারতের ছেলেরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। এদিকে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ভারতীয় নারী ফুটবলের জন্য একটা নতুন দিশা খুলে যাবে বলে আশা করছে ভারত।
গতবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০১৮ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।