প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বাফুফের কর্মকর্তা কারাগারে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৬ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বাফুফের কর্মকর্তা কারাগারে

ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ফিফা’র এই কাউন্সিল মেম্বারকে গ্রেপ্তার করে নিম্ন আদালতে হাজির করা হয়। পরে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন। এসময় জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আবেদন নামঞ্জুর করে কিরণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় মাহফুজা আক্তার কিরণকে শনিবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। পরে বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। এ সময় তাকে কারাগারে রাখার আবেদন করা হয়। গেল মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়।

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা