দ্বিতীয় বারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রত্যাবর্তন করেছেন জিনেদিন জিদোন। তার এ প্রত্যাবর্তনের এবার দলে আরও এক ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো রিয়াল।
পর্তুগাল চ্যাম্পিয়ন এফ সি পোর্তো থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডের মিলিতাওকে দলভুক্ত করেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুর্তগীজ ক্লাবটি জানায়, এই খেলোয়াড়ের ছাড় বাবদ ৫০ মিলিয়ন ইউরো প্রদানে সম্মত হয়েছে রিয়াল।
চলতি সপ্তাহে দ্বিতীয় বারের মত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিনেদিন জিদোনের প্রত্যাবর্তনের পর মিলিতাও হচ্ছেন ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম ফুটবলার। নতুন এই চুক্তির ফলে আগামী মৌসুম থেকে ক্যাম্পন্যুতে যোগ দেবেন ২১ বছর বয়সি এই ব্রাজিলীয় ডিফেন্ডার।