বাংলাদেশের নারীদের বৃহস্পতিবার থেকে সাফ মিশন শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৩ মার্চ ২০১৯
বাংলাদেশের নারীদের বৃহস্পতিবার থেকে সাফ মিশন শুরু

দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ভুটান। প্রথম দিন যাদেরকে ৩-০ গোলে হারিয়েছে নেপাল। সেই ভুটানের বিপক্ষে কাল নিজেদের সাফ মিশন শুরু করবেন কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। নেপালের বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগেই নেপালের বিরাটনগরে পৌঁছেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ক’দিন ঘাম ঝড়িছেন অনুশীলনে। আজ সকালে ম্যাচ ভেন্যু সাহিদ রঙ্গশালা স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাবিনা, মারিয়ারা।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমরা কতটা প্রস্তুতি নিয়েছি, তা প্রথম ম্যাচেই প্রতিফলিত হবে জয়ের মাধ্যমে। ভুটানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়াকেই আমরা এখন প্রাধান্য দিচ্ছি। ইশরাত জাহান মৌসুমী বলেন, আমাদের ভাবনায় এখন শুধুই ভুটান। প্রথম প্রতিপক্ষকে নিয়েই আমরা নিজেদের প্রস্তুত করছি। সকলের দলীয় পারফরম্যান্সের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানের ব্যাপারে সব সময় সতর্ক আমরা।’

দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে মেয়েরা। ভুটানকে হারিয়ে আমরা শুরু করতে চাই। কারণ আমাদের সবার কাছে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্ব আলাদা। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

তিনি আরো বলেন, আমরা সবাই জানি, কাল (বৃহস্পতিবার) আমরা জিতলেই সেমিফাইনালে উঠব। এজন্য আমাদের মূল ফোকাস এ ম্যাচকে নিয়ে। শতভাগ দেওয়ার জন্যই আমরা মাঠে নামব।’

দলের অন্যতম সিনিয়র সদস্য কৃষ্ণা রানী সরকার অনুশীলনের সময় হালকা ইনজুরিতে পড়েন। তবে ম্যাচের আগের ২৪ ঘণ্টা সময় তাকে পরিচর্যা করা হচ্ছে। ম্যাচের আগে তাকে সুস্থ পাওয়া গেলে মাঠে নামানো হতে পারে বলে জানা গেছে।

ভুটান ও নেপালের ম্যাচ নিয়ে ছোটনের কথা, নেপালের বিপক্ষে ভুটানের ম্যাচ দেখেছি। আসলে আমাদের লক্ষ্য নিজেদের খেলায় থাকা, নিজেদের পারফরম্যান্স করা। আশা করি সুযোগ আসবে এবং সুযোগ কাজে লাগাতে পারলে আমরা জিতব।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন