প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) কোচ থমাস টাচেল বলেছেন, তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের কস্ট হজম করে লিগ ওয়ানে ‘চ্যাম্পিয়ন হিসেবে ঘুরে দাঁড়াতে হবে’।
গত সপ্তাহে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরো আসর থেকে নাটকীয়ভাবে বিদায় নেয়ার পর ঘরোয়া লিগের প্রথম ম্যাচে ডিজনের মোকাবেলা করতে যাচ্ছে পিএসজি। গত সপ্তাহে পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ৯৪ মিনিটে মার্কোস রাশফোর্ডের পেনাল্টি থেকে নেয়া গোলের সুবাদে ৩-১ গোলে জয়লাভ করে ইউনাইটেড।
কিন্তু প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে পরাজিত হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। ফলে দুই লেগে মিলিয়ে দল দুটির গোল সংখ্যা (৩-৩) সমান হলেও এ্যাওয়ে গোলে এগিয়ে থাকার কারণে শেষ আটে নাম লেখায় ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে হোম ম্যাচে ২-০ বা ততোধিক গোলের ব্যবধানে হারা কোন দল এই প্রথম সেটিকে অতিক্রম করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
টাচেল বলেন, ‘এই ঘটনায় সবাই হতাশ। ওই ম্যাচ নিয়ে বিশ্লেষন করা কঠিন। আমি মনে করি সেটি ছিল দূর্ঘটনা। এর কোন যুক্তিনির্ভর বিশ্লেষন নেই। ম্যাচটি আমরা নিয়ন্ত্রনেই নিয়েছিলাম। কিন্তু সময় যতই গড়িয়েছে উত্তেজনা ততই বেড়েছে। ওই হারের পর প্রথম কয়েকটি দিন খেলোয়াড়দের মধ্যে খেলার ইচ্ছাই লোপ পেয়েছিল। তবে তাদের কাছে বিকল্প কোন পথ খোলা নেই।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে মৌসুম শেষ করতে হবে। আপনাদের জানা উচিৎ পরাজয়কে কিভাবে মেনে নিতে হয়, এটিই খেলা। আমাদেরকে চ্যাম্পিয়নের মতই ঘুরে দাঁড়াতে হবে। এটিই আমাদের চ্যালেঞ্জ। আমার এবং কোচিং স্টাফদের কাজ হচ্ছে প্রতিদিন খেলোয়াড়দের সেই দিকে ধাবিত করা।’
পিএসজি কোচের মতে চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ক্লাবের ভবিষ্যৎ সফলতার ইচ্ছাকে দমিয়ে রাখতে পারবেনা। তিনি বলেন, ‘আমি এখানে আরো দীর্ঘ সময় থাকতে চাই এবং সফলতা অর্জন করতে চাই। আমি যে ক্লাবকে আরো বড় করে তুলতে চাই, সেটি একেবারেই স্পষ্ট।’