বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার দুঃশ্চিন্তার নাম গ্যারি চাহিলের ইনজুরি। পায়ের গোঁড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বাধিক গোলদাতা টিম চাহিল। ফলে হন্ডুরাসের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মেলবোর্ন সিটির হয়ে ‘এ’ লিগের ম্যাচে সিডনি এফসি’র মোকাবেলা করার সময় বলের দখল নিতে গিয়ে পায়ের গোঁড়ালিতে আঘাত পান এভারটনের সাবেক এই স্ট্রাইকার। গত মাসে এশিয়ান প্লে-অফে সিরিয়ার বিপক্ষে জোড়া গোল করে অস্ট্রেলিয়দের বিশ্বকাপের পথে এগিয়ে দিয়েছিলেন ৩৭ বছর বয়সি চাহিল।
কিন্তু ঘরোয়া লিগের ম্যাচে আঘাত পাওয়ার পর তিনি আর মাঠে নামতে পারেননি। তাকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা চাহিল এ পর্যন্ত ১০৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৫০ গোল আদায় করেছেন।
এখন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ফিটনেসের লড়াইয়ে নামতে হবে। আগামী ১০ নভেম্বর প্লে-অফের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে সান পেড্রো সুলাতে। সিডনিতে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর।