রবিউলের গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৯ মার্চ ২০১৯
রবিউলের গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

প্রীতি ফুটবল ম্যাচে রবিউল হাসানের একমাত্র গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ। শনিবার বিকেলে নমপেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোলে জয় পান জামাল ভূঁইয়ারা।

বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭২ আর বাংলাদেশ ১৯২। তাই কম্বোডিয়া বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল। প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরায় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আরো কঠিন ছিল ম্যাচ।

bangladesh football team

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কিছুতেই। ধারণা করা হচ্ছিলো ম্যাচটি গোল শূন্য ড্র হবে।

কিন্তু ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ছিল বাংলাদেশের কোচ জেমি ডে। তাই দ্বিতীয়ার্ধে তিন জনকে বদল করেন। সেই তিন বদলি খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন রবিউল। বিদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ৮৩ মিনিটে গোল করেন রবিউল।

কম্বোডিয়ার সঙ্গে আগের তিন সাক্ষাতে দুবারই জিতেছে বাংলাদেশ। তবে এবারই প্রথম তাদের ঘরের মাঠে হারানো। ২০০৬ সালে ঢাকায় এএফসি চ্যালেঞ্জে বাংলাদেশের জয় ছিল ২-১ গোলে। পরের বছর দিল্লিতে নেহরু কাপে ১-১ গোলে ড্র। আর ২০০৯ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের জয় ছিল ১-০ গোলে।

পুরো খেলার ভিডিও:



শেয়ার করুন :


আরও পড়ুন

কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদশ : কোচ

কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদশ : কোচ

কম্বোডিয়ায় প্রথম দিনের অনুশীলন সারলো বাংলাদেশ

কম্বোডিয়ায় প্রথম দিনের অনুশীলন সারলো বাংলাদেশ

কম্বোডিয়ার বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

কম্বোডিয়ার বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী