কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদশ : কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৯ মার্চ ২০১৯
কম্বোডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদশ : কোচ

ছবি: বাফুফে

প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারানোর জন্য প্রস্তুত বাংলাদেশের ফুটবলাররা, এমনটাই জানিয়েছেন দেশের প্রধান কোচ জেমি ডে। শনিবার বাংলাদেশ বিকেল সাড়ে ৫টায় কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল-জীবনরা।

জেমি ডে বলেন, ‘কম্বোডিয়া ভালো দল। তবে আমরা যদি ভালো খেলি তাহলে আশা করি পজিটিভ ফলাফল পাবো। আমাদের দল ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করছি আমরা জয় তুলে নিব।’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া বলেন,‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সকল খেলোয়ার ম্যাচের জন্য ফিট রয়েছেন। আমরা সবাই জানি কম্বোডিয়া ভালো দল। তারা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে উপরে রয়েছে। তাই ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ দল ঘাম ঝড়ানো অনুশীলন করেন। দলে যোগ দিয়েছেন নতুন গোলকিপিং কোচ ডিন কেনেথ।

এবারের কম্বোডিয়ায় বিপক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম, আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা, আরামবাগের মিডফিল্ডার আরিফুর এবং আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলদের মতো তারকা ফুটবলার বাদ পড়েছেন।

বাংলাদেশের একাদশ (সম্ভাব্য):
আশরাফুল রানা ( গোলরক্ষক) ; ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ , ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা ; মাঝমাঠ : জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ ও মাসুক মিয়া জনি ; আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন , বিপলু আহমেদ ও মতিন মিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

কম্বোডিয়ায় প্রথম দিনের অনুশীলন সারলো বাংলাদেশ

কম্বোডিয়ায় প্রথম দিনের অনুশীলন সারলো বাংলাদেশ

কম্বোডিয়ার বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

কম্বোডিয়ার বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী

মোহামেডানকে হারিয়ে নোফেলের চমক

মোহামেডানকে হারিয়ে নোফেলের চমক