ডাক্তারী পরীক্ষার জন্য কাতারে যাবেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ মার্চ ২০১৯
ডাক্তারী পরীক্ষার জন্য কাতারে যাবেন নেইমার

ডান পায়ের হাড় ভঙ্গার ছয় সপ্তাহ পর পুর্ণাঙ্গ ডাক্তারী পরীক্ষার জন্য কাতার সফরে যাবেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। বৃহস্পতিবার তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

গত বুধবার প্রাক দেস প্রিন্সেসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পিএসজির ৩-১ গোলে পরাজয়ের দৃশ্য নিজ গৃহে বসেই দেখেছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর ওই ম্যাচে এ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইউনাইটেড। আর বিদায় নিতে হয়েছে পিএসজিকে।

ক্লাবের টুইটারে লিখিত এক বার্তায় পিএসজি জানায়, আগামী তিন দিনের মধ্যে কাতারের স্পোর্টস ক্লিনিকে পরীক্ষার জন্য যাবেন নেইমার জুনিয়র। সেখানে তার পরিপূর্ণ সুস্থতা ফিরে পাবার একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে। ইনজুরিতে পড়ার ছয় সপ্তাহ পর তাকে আগাগোড়া পরীক্ষা করা হবে। সেখানে পিএসজির একটি মেডিক্যাল দল নেইমারের সঙ্গে থাকবে। ’

গত ২৩ জানুয়ারি ফ্রেঞ্চ কাপে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে আঘাত পান নেইমার। স্ট্রসবার্গের বিপক্ষে ওই ম্যাচে জয়লাভ করেছিল প্যারিস জায়ান্টরা। তবে ওই ইনজুরিতে পড়ে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় নেইমারকে।

পিএসজির প্রত্যাশা ছিল এপ্রিলে পিএসজির সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে খেলার আগেই সুস্থতা ফিরে পাবেন নেইমার। কিন্তু প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা ক্লাবটি শেষ পর্যন্ত ইউনাইটেডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দিনব্যাপী জমজমাট সিক্স সাইড ডিপিএল

দিনব্যাপী জমজমাট সিক্স সাইড ডিপিএল

আর্সেনালের হারের রাতে চেলসির অনায়াস জয়

আর্সেনালের হারের রাতে চেলসির অনায়াস জয়

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

ম্যাচ হেরে রেফারিদের ওপর ক্ষোভ ঝাড়লেন নেইমার

ম্যাচ হেরে রেফারিদের ওপর ক্ষোভ ঝাড়লেন নেইমার