কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার দেশটির রাজধানী নমপেনে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী শনিবার স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবেন জামাল-জীবনরা।
ম্যাচে আগে কম্বোডিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য বুধবার ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।
কম্বোডিয়ায় বিপক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম, আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা, আরামবাগের মিডফিল্ডার আরিফুর এবং আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলদের মতো তারকা ফুটবলার বাদ পড়েছেন।
গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেস, ‘এখানে ভিন্ন কন্ডিশনে আমাদের অনুশীলন করতে হচ্ছে। ৩২ কিংবা ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুশীলন হয়েছে। তাও টার্ফের মাঠ। আমাদের জন্য আসলেই কঠিন কন্ডিশন।’
গোলকিপিং কোচ ডিন কেনেথ বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচের জন্য ফুটবলাদের প্রস্তুত করা। প্রধান কোচ জেমি ডে‘র পরামর্শে আমি চেষ্টা করবো গোল কিপারদের প্রস্তুত করার জন্য। আর আমাদের এখনও আসন্ন এএফসি’র বাছাইর পর্বের জন্য পরিকল্পনা করা হয়নি। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দেখে আমরা এএফসি’র বাছাইর পর্বের জন্য পরিকল্পনায় বসবো।’
বাংলাদেশ দল:
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ : তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুর রহমান মানিক।
মধ্যমাঠ : আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, ইমন মাহমুদ বাবু ও বিপলু আহমেদ।
আক্রমণভাগ : নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।