ম্যাচ হেরে রেফারিদের ওপর ক্ষোভ ঝাড়লেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৭ মার্চ ২০১৯
ম্যাচ হেরে রেফারিদের ওপর ক্ষোভ ঝাড়লেন নেইমার

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হেরে প্রিমিয়ার লিগের অভিযান শেষ হয়ে গেছে পিএসজির। চোটের কারণে রাউন্ড অফ ষোলোর প্রথম লেগে মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়ে আডভান্টেজ ছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে সব হিসেব-নিকেশ পালটে দিয়ে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ম্যান ইউ।

অতিরিক্ত সময়ে পেনাল্টি হজম করে এবারের মতো চ্যাম্পিয়নস লিগের জার্নি শেষ হয়ে গেছে পিএসজির। স্ট্যান্ডে বসেই এদিন দলের করুণ আত্মসমর্পণ দেখতে হয়েছে নেইমারকে। কিন্তু ম্যাচ হারের পর দলের খেলায় নয়, বরং নেইমার ক্ষোভ উগরে দিলেন ম্যাচ অফিসিয়ালদের উপর। বুধবার নির্ধারিত সময় পর্যন্ত এদিন ঘরের মাঠে ১-২ গোলে পিছিয়ে ছিলেন বুফনরা। এই স্কোরলাইনে ম্যাচ শেষ হলেও অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত পিএসজি।

কিন্তু ইনজুরি সময় ড্যালটের শট পেনাল্টি বক্সে কিমপেম্বের হাতে লাগতেই সমীকরণ বদলে যায় ম্যাচের। ম্যান ইউয়ের আবেদনে সাড়া দিয়ে ভিএআরের সাহায্যে রেড ডেভিলসদের পেনাল্টি দিয়ে দেন রেফারি। স্পট-কিক থেকে স্কোরলাইন ৩-১ করে দলকে শেষ আটে পৌঁছে দেন ম্যান ইউ স্ট্রাইকার রাশফোর্ড। কিন্তু নেইমারের মতে, ইনজুরি সময়ের ওই ঘটনায় কোনোভাবেই পেনাল্টি প্রাপ্য নয় ম্যান ইউয়ের।

ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারিকে তিরস্কার করে নেইমার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে লিখেছেন, 'এটা অন্যায়। উয়েফা এমন ৪ জন অফিসিয়াল ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যাদের ফুটবল কিংবা ভিএআর সম্পর্কে ধারণা নেই। হাতের পিছনে বল এসে লাগলে কোন নিয়মে সেটা হ্যান্ডবল হয়?'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিকে অবাক করে শেষ আটে ইউনাইটেড

পিএসজিকে অবাক করে শেষ আটে ইউনাইটেড

মুম্বাই সিটি কিনতে চায় ম্যানচেস্টার সিটি

মুম্বাই সিটি কিনতে চায় ম্যানচেস্টার সিটি

বার্সেলোনাকে হারিয়ে কাতালান চ্যাম্পিয়ন জিরোনা

বার্সেলোনাকে হারিয়ে কাতালান চ্যাম্পিয়ন জিরোনা

আর্জেন্টিনার হয়ে খেলতে মেসির একগাদা শর্ত

আর্জেন্টিনার হয়ে খেলতে মেসির একগাদা শর্ত