খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন হার্মান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ পিএম, ০৪ মার্চ ২০১৯
খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন হার্মান

মাঠেই মৃত্যু হলো এক ফুটবলারের। খেলার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্যাবনের প্রথম বিভাগ লিগের খেলোয়াড় হার্মান টিসিঙ্গা। লিবলেভিলে একটি ম্যাচে খেলার সময় ঘটনাটি ঘটে। সোমবার স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার মিসিলি এফসি’র বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মাথায় আকান্ডা এফসির এই স্ট্রাইকার ঢলে পড়েন। মুহূর্তেই হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথেই মারা যান ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার।

ঘটনার পর একজন সৌখিন ক্যামেরাম্যান তার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় মধ্য মাঠে টিসিঙ্গা ঢলে পড়ার পর সাবাইকে অপ্রস্তুতভাবে ছুটাছুটি করতে।

এদিকে খেলোয়াড় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সেখানে কোন অ্যাম্বুলেন্স ও অক্সিজেন ছিল না। যা দিয়ে খেলোয়াড়দের জীবন বাঁচানো যায়। ইউনিয়নের ভাষ্যমতে গত ১২ বছরে গ্যাবনে এভাবে মুত্যুবরণ ঘটেছে ৭ খেলোয়াড়ের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মোহামেডানকে হারিয়ে নোফেলের চমক

মোহামেডানকে হারিয়ে নোফেলের চমক

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী

সাইফ স্পোর্টিংকে হারালো আবাহনী

হিগুয়াইন-জর্জিনিয়োর গোলে চেলসির জয়

হিগুয়াইন-জর্জিনিয়োর গোলে চেলসির জয়

নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়

নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়